আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা


সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন স্কুল পরিচালনা কমিটি ফোরামের উদ্দ্যোগে ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০০ ছাত্রছাত্রী অংশগ্রহন করবে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ ৫০০ জন ছাত্র-ছাত্রী, রসুলাবাদ ইসলামীয়া সুন্নিয়া ফাজিল ও ডিগ্রি মাদ্রাসা ৮০০ জন ছাত্র-ছাত্রী, উত্তর সাতকানিয়া আলীআহমদ প্রানহরী উচ্চ বিদ্যালয় ১০০০ জন ছাত্র-ছাত্রী, পশ্চিম কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫০জন ছাত্র-ছাত্রী, রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০ জন ছাত্র-ছাত্রী, কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০ জন ছাত্র-ছাত্রী, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০ জন ছাত্র-ছাত্রী, উত্তর কালিয়াইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০০ জন ছাত্র-ছাত্রী, ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০০ জন ছাত্র-ছাত্রী, আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয় ২৫০ জন ছাত্র-ছাত্রী, হযরত শাহ সৈয়দ মক্কি রাঃ ইনিস্টিউট ৫০ জন ছাত্র-ছাত্রী, সাংগু কিন্ডারগার্টেন স্কুল ৫০ জন ছাত্র-ছাত্রী, কালিয়াইশ ধর্মপুর আজিজিয়া হোসানিয়া মকবুলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ২৫০ জন ছাত্র-ছাত্রী।
স্কুলে প্রেরিত নির্দেশনা মোতাবেক বাস্তবতায়ন করার জন্য স্কুল পরিচালনা কমিটি ফোরামের সভাপতি অধ্যক্ষ হামিদ হোসাইন ও সাধারণ সম্পাদক মোং হুমায়ুন কবির অনুরোধ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর