Hom Sliderচট্টগ্রাম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চমেক হাসপাতালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর হুইল চেয়ার হস্তান্তর


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে, রোগীদের সেবা গতিশীল করার লক্ষ্যে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

উক্ত হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, সহকারী পরিচালক রাজীব পালিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ”যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারাদেশে মানবিক যুবলীগের কার্য্যক্রম ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সাধারণত কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নজিরবিহীন ও ধন্যবাদার্হ। তিনি আরো বলেন, চমেক এর রোগী কল্যাণে দুর্নীতি বন্ধের যাবতীয় পদক্ষেপ নেয়া হবে। এবং রোগীর কল্যাণে ভবিষ্যতেও দেশের প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ ভূমিকা রেখে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এতে আরও উপস্থিত ছিলেন মোঃ ইসমাঈল, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, শামীম আজাদ রুবেল, সাজিবুল ইসলাম সজীব, আবুনাসের জুয়েল, মাহামুদুর রহমান, আসিফ হোসেন মিলাদ, সাইফুর রহমান রানা,শামীম উদ্দিন, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম,পলাশ চক্রবত্তী,আবদুল হামিদ, হাসান মুরাদ চৌধুরী সাকিবুজ্জামান,সুজন দাশ,মোঃরাব্বী প্রমুখ।


Related posts

বুলবুল চৌধুরী নৃত্য প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ২০ জুন পর্যন্ত

Chatgarsangbad.net

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় আ. লীগের মনোয়নন পেলেন যারা

Chatgarsangbad.net

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে ২ দিনব্যাপী দুস্থদের খাবার বিতরণ চট্টল ইয়ূথ কয়ার’র

Chatgarsangbad.net

Leave a Comment