আহসান উদ্দীন পারভেজ:
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুরুল আবছার চ্যেধুরীসহ সাতকানিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে নুরুল আবছার চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তাঁর সম্পাদকীয় চাটগাঁর সংবাদ পত্রিকা ও সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পাঠ পঞ্জী প্রদান করছেন।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দীন, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু তাপস দত্ত, কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওচমান আলী, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী, চেয়ারম্যান হারুনর রশীদ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফান উদ্দীন চৌধুরীসহ লোহাগাড়া-সাতকানিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়া পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
Leave a Reply