আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়া চৌমুহনীতে হামলায় ব্যবসায়ী আহত


এইচ,এম শহীদ প্রতিনিধি,পেকুয়া >>> পেকুয়া চৌমুহনীতে দুবৃর্ত্তদের হামলায় রিয়াজ উদ্দিন (৩৭) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। তিনি বারবাকিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারাইয়াকাটা গ্রামের মৃত মোক্তার আহমদের পুত্র। আহত রিয়াজ উদ্দিনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, গ্যাস কেনা বেচাকে কেন্দ্র করে বারাইয়াকাটা গ্রামের মৃত আহমদ মিয়ার পুত্র আবুল কাসেমের সাথে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের সাথে কথাকাটাকাটি হয়। এ সময় আবুল কাসেমের পুত্রসহ ৪-৫ জন মিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বিছমিল্লাহ এন্টারপ্রাইজে হামলা করে। তারা লোহার রড দিয়ে রিয়াজ উদ্দিনকে মারধর করে। এ সময় রিয়াজ উদ্দিনের মাথায় ও কপালে মারাত্মক জখম হয়। এ বিষয়ে ভূক্তভোগী রিয়াজ উদ্দিন জানান, গ্যাসের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাকে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। দোকানের ক্যাশ নগদ ১২ লক্ষ টাকা ও ৪ টি চেক বই লুট করে নিয়ে যায়। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর