আজ ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় অভিযানে চোলাইমদ-গাঁজাসহ আটক ১


নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন থেকে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, বোতল ভর্তি চোলাইমদ ও মাদক বিক্রির ১৪ হাজার দুইশ টাকাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল ৬ নম্বর ওয়ার্ড টেকঘোনায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ি থেকে নুরুল আজিম (৪৫) নামের একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত করিমের ছেলে।

এ ব্যাপারে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উগগ্যজাই বলেন, যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর