আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণের নির্মাণ কাজের শুভ উদ্বোধন


পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবণের নির্মাণকাজ ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। শীতের রৌদ্রোজ্জ্বল সকালে নির্মাণকাজের শুভ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এন.এম.রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহনেওয়াজ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুস সালাম, প্রকৌশলী আব্দুস সামাদ, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক ও প্রকাশক আহমদ আলী চৌধুরী, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মো: ইসলাম মেম্বার, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মফজল আহমদ মেম্বার, হরিণাদীঘি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শামসুদ্দীন, ইউপি সদস্য ফারুক আহমেদ ওমর মেম্বার, মাওলানা মোহাম্মদ ওসমান গণি, হাজী বজল আহমদ, মো: সেকান্দর, আলহাজ্ব মোহাম্মদ আলী, মো: বাহাদুর আমিন, আবুল কালাম, আবুল বশর, মো: নুরুল আবছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চ্চনা রাণী আচার্য্য, শিক্ষকদের মধ্যে ছবুরা খানম, রাশেদা খানম, মিতা বড়ুয়া ও মো: এমরান হোসেন, সাংবাদিক মো: সালাহউদ্দিন জিকু, মাওলানা করিম মাহমুদ, ব্যবসায়ী মো: রায়হান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মোজাহের ইসলাম। সভাশেষে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ ব্যাজ ঢালাই কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর