চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবর

পীরজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই


পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া হাইদগাঁওয়ের মুজিবনগর সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাওলানা আবু মুহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যাসহ অসংখ্য মুরিদান এবং ভক্ত রেখে গেছেন।

জানা গেছে, আগামীকাল (বুধবার) বাদে এশা সাতগাছিয়া দরবার শরীফ শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন শাহসূফি সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী।

তিনি সাতগাউছিয়া দরকার শরীফের আওলাদে রাসুল হযরত শাহসুফী শেখ সৈয়দ মাওলানা আবুল খায়ের সুলতানপুরী (রা:)’র তৃতীয় শাহজাদা।

তার মৃত্যুতে পটিয়ার সর্বস্তরের মানুষ শোক জ্ঞাপন করেছেন।


Related posts

এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড মিটিং অনুষ্ঠিত

Saddam Hossain

প্রতিকূলতার মাঝেও দ্বীনের ওপর অটল থাকা শোহাদায়ে কারবালার শিক্ষা

Saddam Hossain

অপারেশন ডেবিল হান্টে ধরা দুই আওয়ামী ডেভিল।

Md Maruf

Leave a Comment