আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পা থেঁতলে গেল দোহাজারী রেল স্টেশনে এক যাত্রীর


নিউজ ডেস্ক: চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের দোহাজারী রেল স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌছে। এসময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিল। ট্রেনটি দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ডুকলে তার পা প্লাটফর্মের সাথে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।

তিনি জানান, ট্রেনের ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলের কারণে শরীরের অঙ্গহানিসহ আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর