আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০


অনলাইন ডেস্ক: পাকিস্তানের পেশওয়ারের পুরাতন শহরে শিয়া সম্প্রদায়ের কুচা রিসালদার মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। শুক্রবার জুমার নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

পেশওয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, সংঘর্ষ শুরু হয় মসজিদের বাইরে থাকা পুলিশের ওপর বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি ছোড়ার মাধ্যমে।

তিনি আরও বলেন, এ সংঘর্ষে এক বন্দুকধারী ও পুলিশের এক সদস্য নিহত হন। এ সময় পুলিশের অপর সদস্য আহত হয়েছেন। পরে বাকি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর