Hom Sliderচট্টগ্রাম

পরিবেশ ছাড়পত্র নেই কক্সবাজারে ৫৩৪ হোটেলের


কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউজের ইটিপি প্ল্যান্ট ও পরিবেশ ছাড়পত্র নেই। হোটেলগুলোর স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় মানববর্জ্যগুলো বিভিন্ন নালা, পুকুর, খাল হয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। ফলে আশঙ্কাজনকভাবে বঙ্গোপসাগর দূষিত হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম জানান, কক্সবাজারে ৫৩৪টি হোটেলের ইটিপি ও পরিবেশ ছাড়পত্র নেই। এসব হোটেলের কর্তৃপক্ষকে শুনানির জন্যা নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক বলেন, পর্যটন শহরে কোটি কোটি টাকা ব্যয় করে মানুষ হোটেল গড়ছে, ব্যবসা করছে। কিন্তু মানববর্জ্য ব্যবস্থাপনার কোনো ইটিপি নেই।

সৈকতকে দূষণমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, সোমবারের (২৮ জুন) শুনানিতে কলাতলি মোড়ের হোটেল সি পার্ক ও লেগুনা বিচ রিসোর্ট নামের আবাসিক হোটেল দুটিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

 


Related posts

ইসিতে আপিল নিষ্পত্তির ২য় দিন আজ

Chatgarsangbad.net

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: আলোচনায় ৪ প্রার্থী

Chatgarsangbad.net

চট্টগ্রাম ও কক্সবাজার এয়ারপোর্টে ইউ-এস বাংলায় চাকরি

Chatgarsangbad.net

Leave a Comment