উত্তর চট্টগ্রামচট্টগ্রামবাংলাদেশ

পরামর্শ সভা হয় চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসায়


পরামর্শ সভা অনুষ্ঠিত হয় চন্দ্রঘোনা জামিয়া আল কুরআনিয়া ইউনুছিয়া আজিজুল উলুম

জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে (ইত্তেহাদুল মাদারিস কওমী শিক্ষা বোর্ড) আওতাধীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা পাঠান পাড়া চৌধুরী গুট্টায় অবস্থিত আল “জামিয়া আল কুরআনিয়া ইউনুছিয়া আজিজুল উলুম” চন্দ্রঘোনা মাদ্রাসার গত শনিবার বার্ষিক সভা উপলক্ষে”পরামর্শ সভা” স্থানীয়দের নিয়ে প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মাওলানা নেজাম উদ্দিন সাহেব এর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়।

মাওলানা হাবিবুল্লাহ রব্বানী এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল সালাম মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি বেলাল উদ্দীন বেলাল, বিএনপি নেতা মোঃ মুজিব, স্থানীয় বিএনপি নেতা মো: আলমগীর মেম্বার, রাঙ্গুনিয়া যুবদলের যুগ্ম আহবায়ক মো: মোজাফফর চৌধুরী, যুগ্ম আহবায়ক মো: ইরফান, যুগ্ন-আহবায়ক মো: সালাহউদ্দিন, যুবদল নেতা মোঃ জাফর, সেচ্ছাসেবক দলের নেতা মাও, এনামুল হক, প্রমুখ। সভাশেষে আগত হাজার মেহমানদের মাদ্রাসা পক্ষে খাওয়ার আয়োজন করা হয়। সভার সভাপতি ও প্রধান পরিচালক আল্লামা নেজাম উদ্দীন সাহেব বার্ষিক সভার “প্রস্তুতি সভা” সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য কীতজ্ঞতা পাশাপাশি পরামর্শ সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুকরিয়া জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ কাছে জামিয়ার বার্ষিক সভাকে কবুল করুন আমিন।বার্ষিক সভায় মাদ্রাসা জন্য সফলতার জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়া কামনা করেন।

 চট্টগ্রাম উত্তর সংবাদদাতা:

নুরুল আবছার চৌধুরী চট্টগ্রাম উপর প্রতিবেদক >>>


Related posts

বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড

Md Maruf

বোয়ালখালীতে জুলাই আন্দোলনে শহীদ ওমরের লাশ উত্তোলন

Saddam Hossain

দুর্গাপূজায় শিশুদের পোশাক উপহার দিলো ‘আমার বন্ধু’

Chatgarsangbad.net

Leave a Comment