আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির একাডেমি কাপের ফাইনাল অনুষ্ঠিত


পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার আলহাজ্ব হাফিজুর রহমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৯ জানুয়ারি বিকেল ৩ টায় আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের সহযোগীতায় ও পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির আয়োজনে একাডেমি কাপ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জেলে পাড়া একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে Friends forever। খেলা শেষে দুই দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কাটগড় ব্যবসায়ি সমিতির আইন বিষয়ক সম্পাদক হাজী নাছির সওদাগর,দেলোয়ার, হাজী নেজাম, মোজাম্মেল, মহসিন, মহিউদ্দিন,আবসার প্রমুখ।

পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির সত্ত্বাধিকারী মো.ফরিদ বলেন,একাডেমি কাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করে। তার মধ্যে জেলে পাড়া একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে Friends forever। তিনি আরো বলেন,আমি চেষ্টা করছি খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোর-যুবকদের বিভিন্ন অনৈতিক কর্মকান্ড থেকে দূরে সরে রাখতে। তাদের বেড়ে ওঠার জন্য খেলাধুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর