আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় ৪১ বছর পর জমির মালিকানা বুঝে পেয়েছেন প্রকৃত মালিক


নগরের উত্তর পতেঙ্গা স্টিল মিল এলাকায় দীর্ঘ ৪১ বছর ধরে মোহাম্মদ কাসেমের অবৈধভাবে দখল করা জমির মালিকানা বুঝে পেয়েছেন প্রকৃত মালিক। বুধবার (৬ এপ্রিল) সকালে আদালতের আদেশে নাজির ও পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় প্রকৃত মালিক জমি বুঝে নেন। জানা যায়, দীর্ঘ ৪১ বছর ধরে উত্তর পতেঙ্গা স্টিল মিল এলাকায় মোহাম্মদ লোকমান গংদের দোকান ঘর জোর জবরদস্তি করে দখল করে মোহাম্মদ কাসেম সাদিয়া’স কিচেন নামে একটি রেস্টুরেন্টকে ভাড়া দিয়ে আসছিলেন। গত ২০০৮ সালে সম্পত্তি হস্তান্তর আইনে ১০৬ ধারা মতে আদালতে মোহাম্মদ কাসেম গংদের বিরুদ্ধে একটি ভাড়াটিয়া উচ্ছেদ মোকদ্দমা মামলা করেন দোকান ঘরের মালিক মোহাম্মদ লোকমান গং। উচ্ছেদ মোকদ্দমা মামলায় চলতি বছরের ৩ মার্চ চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ তৃতীয় আদালতের রেশমা খাতুন বাদী পক্ষকে ভাড়াটিয়া উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন। আদেশের প্রেক্ষিতে সকালে পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় সাদিয়া’স কিচেন নামের রেস্টুরেন্টটির মালামাল বের করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বাদী মোহাম্মদ সোলাইমান গং বলেন, ২০০৮ সালে আমি আদালতে ভাড়াটিয়া উচ্ছেদ মামলা করে আজ দীর্ঘ ৪১ বছর ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত। বিজ্ঞ আদালতের আদেশে আজ আমরা আমাদের দোকান ঘর ফিরে পেয়েছি। খুব শিঘ্রয় আমরা আদালতে ক্ষতিপূরণ মামলা করবো। এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, সকালে আদালতের আদেশে নাজির ও আমাদের পুলিশের সহায়তায় দীর্ঘ ৪১ বছর ধরে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর