আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় মুসলিমাবাদে খাল পরিদর্শনে মেয়র শাহাদাত


চট্টগ্রাম নগরীর পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন খাল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রথমে ৪০ নম্বর ওয়ার্ডের কন্ট্রোল মোড়ে খাল পরিস্কার পরিছন্ন কর্মসূচির কার্যক্রম শেষে দুপুরে মুসলিমাবাদ এলাকার খালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে মাইজপাড়া জামে মসজিদের উপদেষ্টা সমাজ সেবক হাজী মো.শরীফ কন্ট্রাকটার মুসলিমাবাদ এলাকার জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা মেয়ের কাছে তুলে ধরেন।

মুসলিমাবাদ খাল পরিদর্শনকালে মেয়র বর্ষার মৌসুমের আগেই কম সময়ের মধ্যেই খাল খনন ও পরিস্কার করার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন চীফ ইন্জিনিয়ার আতিকুল ইসলাম,৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হাজী হারুন কোম্পানী,পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সহ-সভাপতি হাজী মো.নুর মোহাম্মদ, মো.সাবের, মো.জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কন্ট্রাকটর,নুর আলম (বাল্লা), মুসলিমসহ মুসলিমাবাদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর