আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া বাইপাসে বাসচাপায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর


নিউজ ডেস্ক: পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় সানজিদ রেজা (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাতে পটিয়া বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রেজা পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিনখাইন এলাকার মো. সেলিম রেজার ছেলে। তিনি চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সানজিদ মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার্ড করেন। তবে চমেক হাসপাতালের আইসিইউতে শয্যা খালি না থাকায় তাকে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর