ফারুকুর রহমান বিনজু, পটিয়া: চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় বিজিসি ট্রাস্টের ছাত্র সহ ৩৫ জন গুরুতর আহত হয়।
৬ই আগস্ট (বুধবার) সকাল ৯টায় চট্টগ্রাম গামী একটি বাস (চট্টমেট্ট নং ১১-০৮৪২)টি শান্তিরহাট অতিক্রম করে থানা মহিরা নুরানি মাদ্রাসার সামনে একটি কাভার ভ্যানকে ওভারটেক করতে গিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায় এতে ২জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ও ৫ জন যাত্রীকে গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
অপরদিকে সকাল ৯টা ৩০মি: পটিয়া বাইপাস সড়কের কচুয়াই ইউনিয়নে চট্টগ্রাম গামী হানিফ এক্সপ্রেস সাথে চন্দনাইশ বিজিসি ট্রাস্টের ছাত্র বহন কারী রির্জাভ (S.S.SAJIAD) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ২৮ জন ছাত্র আহত হয়। আহত ছাত্রদের পটিয়া উপজেলা হাসপাতালে ৮ জনকে সেবা দেয়া হয় ,গুরতর আহত ২০ জনকে বিজিসি ট্রাষ্টে পাঠানো হয়।
পটিয়া হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সাদিয়া সুলতানা জানান, বাইপাস সড়কে মুখোমুখি সংঘর্ষে যে সব যাত্রীরা চিকিৎসা সেবা নেন, তারা হলেন,মমতাজ (৩২),শাহআলম (৩৫),আলী আহমদ (৭০),রাজিব দে(৩৪)মহিউদ্দিন (৪০)অমিত দে(২৫)মামুনুর রশীদ (২৮),ওসমান গনী(৩০)মাহফুজ আলম(৩৪)ইলিয়াস (৪৩)এদের মধ্যে, শাহআলম, আলী আহমদ, মহিউদ্দিন, অমিত দে ও মাহফুজ আলমকে গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
এস আই আলাউদ্দিন বলেন, সকাল ৯টা ৩০মি,বাইপাস সড়কে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ কয়েকজন যাত্রী আহত হয়ে পটিয়া হাসপাতালে চিকিৎসা সেবা নেন। হাইওয়ে থানার ওসি
জসিম উদ্দিন বলেন, শান্তিরহাটের নুরানি মাদ্রাসার সামনে চট্টগ্রামগামী যাত্রী বাহী বাস ওভারটেক করতে গিয়ে ১টি কভারভ্যান চাপা দিলে বাসটি খাদে পড়ে বেশ কিছু যাত্রী আহত হয় তাদের চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। উদ্ধার কাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা থাকায় দ্রুত উদ্ধার কাজ শেষ হয়।
থানা মহিরা নুরানি মাদ্রাসার শিক্ষক বলেন, এখানে একটি স্প্রীড ব্রেকার ও গতি নিয়ন্ত্রণ এর সাইনবোর্ডের প্রয়োজন সেদিকে যেন কতৃপক্ষ দৃষ্টি দেন।
Leave a Reply