আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ১৯টি গরু লুট, কেয়ার টেকার আটক


ফারুকুর রহমান বিনজু, পটিয়া

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের সামনে এ আর এইচ এগ্রো খামার হতে ১০/১২ জন লোক খামারের কেয়ার টেকার আবদুল মান্নানকে(৪৫)জিম্মি করে ১৯টি দামী দামী গরু লুট করে নিয়ে যায়। ঘটনাটি গত মঙ্গলবার রাত ২টায়। খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, আমার খামার হতে দুর্বত্তরা ৩টি বড় জাতের ষাঁড়, ৮টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের,৩টি ছোট,বড় বাছুর ষাঁড়,৫টি গাভী সহ মোট ১৯টি গরু নিয়ে যায়। যার অনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।

জিজ্ঞেসাবাদের জন্য পুলিশ খামারের কেয়ারটেকার আবদুল মান্নানকে আটক করেন। আবদুল মান্নান জানান, ঘটনার সময় রাত ২টায় ১০/১২জন লোক রামদা হাতে নিয়ে অর্তকিত ভাবে খামারে ঢুকে পড়ে আমাকে পুলিশের লোক বলে জানাই।গামচা দিয়ে আমার চোখ মুখ হাত বেধেঁ ট্রাকে তুলে ফেলেন।খামারের গেটের পাশে রাখা ট্রাকে একে একে সব গরু তোলার পর আমাকে সহ নিয়ে গাড়ী চলতে থাকে।প্রায়৭/৮মি: পর গরীব আলী শাহ মাজার গেটে আমাকে নামিয়ে দেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, ঘটনাস্হল পরির্দশন করে, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার মেটিভ পর্যবেক্কণ করে কেয়ারটেকার আবদুল মান্নান ও চোরচক্র যোগসাজশে গরু লুটের ঘটনা ঘটতে পারে।গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর