Hom Sliderবাংলাদেশ

নির্বাচনের দায়িত্ব থেকে চট্টগ্রামের ডিসি মমিনুরকে সরিয়ে দিচ্ছে ইসি


পক্ষপাতমূলক আচরণের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান কমিশনার রাশেদা সুলতানা।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় কামনা করে গত সপ্তাহে চট্টগ্রামের জেলা প্রশাসক দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। সেই মোনাজাতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে দোয়া চাওয়া হয়।

সেসময় ডিসি বলেন, আমি মনে করি, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার সপক্ষের শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে, তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি- সবাই নিরাপদ থাকবে। আমি মনে করি, বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।

এই ঘটনায় নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের ডিসি মমিনুর রহমানের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে শনিবার আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান খান।


Related posts

হ্যান্ডবলে আবারো জাতীয় চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল

Chatgarsangbad.net

বিশ্ব প্রাণী দিবস আজ

Chatgarsangbad.net

গাছবাড়িয়া এনজি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

Chatgarsangbad.net

Leave a Comment