আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“নৈতিক শিক্ষায় পরিশুদ্ধ হওয়ার জন্য অসাম্প্রদায়িক ধর্মচিন্তা আবশ্যক”


গুলচম্পা-গুলশান ফোরকানিয়া মাদ্রাসায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডঃ ইফতেখার

উক্তর কাট্টলী ওয়ার্ড হযরত আমানত উল্লাহ শাহ সড়কস্থ গুলচম্পা-গুলশান ফোরকানিয়া মাদ্রাসায় ক্বিরাত, নাতে রাসূল (সাঃ) ও দোয়াপাঠ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা পরিচালক হাফেজ গিয়াস উদ্দিন মো: তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেশবরেণ্য শিক্ষা-ইসলামি চিন্তাবিদ ও চবি’র সাবেক উপাচার্য প্রফেসর ডঃ ইফতেখার উদ্দিন চৌধুরী। পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হলে চূড়ান্ত বিজয়ী প্রত্যেকেই তাদের স্ব স্ব ক্ষেত্রের বিষয়সমূহ উপস্থাপন করেন। সুললিত কন্ঠে শুদ্ধ উচ্চারণে ক্বিরাত ও অন্যান্য বিষয়ে প্রতিযোগীদের পারদর্শিতা উপস্থিত বিপুল সংখ্যক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিমোহিত করে। অনুষ্ঠানে আজম ফতেহ জামে মসজিদের পেশ ইমাম, মোয়াজ্জিনসহ আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার ইমরান উদ্দিন চৌধুরী (রিপন) ও সদস্য মো: হাসান। প্রধান অতিথির বক্তব্যে ডঃ ইফতেখার বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শিক চেতনার মৌলিক ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠা। সমসাময়িক অনৈতিক-অসামাজিক-অগ্রহণযোগ্য কর্মযজ্ঞ থেকে শিশু-কিশোর-তরুণদের বিপদগামীতা পরিত্রাণে অন্যতম উপায় হচ্ছে দেশপ্রেম-নৈতিক-গুণগত শিক্ষা অর্জন। তিনি মাদ্রাসার সকল শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় পরিশুদ্ধ হওয়ার জন্য অসাম্প্রদায়িক ধর্মচিন্তায় মনযোগী হওয়ার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর