আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: ইলিশের প্রজনন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও সাগরে নামছেন জেলেরা। বুধবার (১১ জুন) মধ্যরাতে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই উপকূলীয় জেলেপল্লীগুলোতে নেমে এসেছে চরম ব্যস্ততা।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উঠান মাঝির ঘাটসহ বিভিন্ন ঘাটে এখন জেলেদের সরব উপস্থিতি। কেউ প্রস্তুতি নিচ্ছেন, কেউ আবার আজ রাতেই সমুদ্রে রওনা হচ্ছেন। জাল মেরামত, বরফ সংগ্রহ, খাবার মজুত, ডিজেল তোলা—সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।
স্থানীয় জেলে শহিদুল মাঝি বলেন, “দীর্ঘ দুই মাস বসে ছিলাম। কোনো আয় ছিল না। এখন আবার সমুদ্রে যাচ্ছি, পরিবারে হাসি ফিরবে।”
চট্টগ্রামের মতোই দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চল—কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলাতেও একই চিত্র। কেউ কেউ কয়েকদিন পরে রওনা হবেন, তবে সবার প্রস্তুতি প্রায় সম্পন্ন।
মৎস্য অধিদপ্তর জানায়, নিষেধাজ্ঞাকালীন খাদ্য সহায়তা, সচেতনতা কার্যক্রম এবং নিয়মিত নজরদারির কারণে সামুদ্রিক মাছের প্রজননে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘ দুই মাসের নীরবতা শেষে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠছে উপকূল—সাগরের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ফিরছে জেলেদের জীবিকা।
Leave a Reply