আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাফ নদে জেলেদের ওপর মিয়ানমার বাহিনীর গুলিবর্ষণ, নিখোঁজ ১


টেকনাফে নাফ নদে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ সময় গুরা মিয়া নামে এক জেলে বেঁচে ফিরলেও মোহাম্মদ ইলিয়াস নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

 

বুধবার ভোরে টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদের বাংলাদেশ-মিয়ানমারের জলসীমায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, দুই জেলে নাফ নদে মাছ শিকার করতে করতে মিয়ানমার জলসীমায় চলে যান। তখন বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে এক জেলে বেঁচে ফিরলেও অপরজন নিখোঁজ হন। খবর পাওয়ার পর থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি আমরা।

 

নিখোঁজ জেলে ইলিয়াসের ভাই শামসুল আলম বলেন, বুধবার ভোরে তারা মাছ শিকারে গিয়েছিল। সকালে খবর পাই মাছ শিকারের একপর্যায়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। তখন তাদের ওপর গুলিবর্ষণ করে বিজিপি। এ সময় ইলিয়াস নিখোঁজ হয়। পালিয়ে আসে গুরা মিয়া। পরে টেকনাফ বিজিবিকে বিষয়টি জানানো হয়। ইলিয়াস নিখোঁজের ঘটনায় আমরা উৎকণ্ঠায় আছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর