মুহাম্মদ আরফাত হোসেন,বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলায় ইউএনও পদে যোগদান করেছেন নাছরিন আকতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম অর্থ মন্ত্রণালয়ে বদলি হওয়ার পর তার স্থলে ইউএনও হিসেবে যোগদান করেছেন নাছরিন আকতার। তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৪তম বিসিএস লাভ করার পর প্রথম ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। সহকারি কমিশনার(ভুমি) সোনা গাজী ফেনী, পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করেন। তিনি ঢাকা বোর্ডের অধীনে এসএসসি, এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করে ৩৪তম বিসিএস এ উত্তীর্ণ হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার ২টি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
Leave a Reply