নাইক্ষ্যংছড়িতে সীমান্ত সুরক্ষায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্টিত


আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) সংবাদদাতা >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সপ্তাহব্যাপী অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে সীমান্তের কয়েকটি বিওপিতে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন) ১১ বিজিবি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।শনিবার (২৫ জানুয়ারী) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়ন, রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এ ব্যাটালিয়ন দূর্গম পাহাড়ি এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। যা স্থানীয় জনগণ ও সকল স্তরে আস্থা ও জনমনে স্বস্তি আনয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।কিছু অসাধু বাংলাদেশী চোরাকারবারী লোভের বশবর্তী হয়ে মাদক, গবাদিপশুসহ বিভিন্ন প্রকার পণ্য চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় মাইন বিস্ফোরণে আহত/নিহত হওয়ার মত দুঃখজনক ঘটনা ঘটছে।অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী জনসচেতনতা মূলক মতবিনিময় সভা করা হচ্ছে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করার ফলে সীমান্ত নিরাপত্তা আরো সুসংহত হবে বলে আশা করা যায়।বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সদা তৎপর এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।


Related posts

৪ নং বরকলের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাতে কানাইমাদারী উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ

Chatgarsangbad.net

বাঁশখালী হত্যার ১৭ বছর: বিচারের অপেক্ষা আর কত?

Chatgarsangbad.net

মনে রাখবেন, আমাদের সংসার চলে জনগণের টাকায়: আবদুল হামিদ

Chatgarsangbad.net

Leave a Comment