Hom Sliderধর্ম

নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা


নিউজ ডেস্ক: নতুন হিজরি বছরের সূচনায় কাবা শরীফের গিলাফ (কিসওয়া) পরিবর্তন করা হয়েছে। বুধবার আসরের নামাজের পর এই কাজ শুরু হয় এবং বৃহস্পতিবার সকালে তা সম্পূর্ণ হয়।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, কিসওয়া একটি কাফেলার মাধ্যমে মসজিদুল হারামে আনা হয়।

কাবার উপরের অংশে কিসওয়ার প্রতিটি অংশ আলাদাভাবে তোলা হয়, তারপর নিচে নামানো হয় এবং পুরনো গিলাফ সরানো হয়।

এই প্রক্রিয়া চারবার পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করা হয়, যতক্ষণ না নতুন গিলাফ পুরোপুরি বসানো হয় এবং পুরনোটি পুরোপুরি অপসারণ করা হয়।

সর্বপ্রথম কাবা শরীফের দরজার পর্দা নামানো হয়, যার দৈর্ঘ্য ৬.৩৫ মিটার এবং প্রস্থ ৩.৩৩ মিটার।

কিং আবদুল আজিজ কিসওয়া কমপ্লেক্সে কাবার গিলাফ প্রস্তুত করা হয়, যা সাতটি ধাপে সম্পন্ন হয়। গিলাফ তৈরিতে প্রায় ১১ মাস সময় লাগে।

প্রথম ধাপে পানির ফিল্ট্রেশনের মাধ্যমে সুতোগুলো ধোয়া হয়। তারপর কাঁচা রেশমকে উন্নতমানের কালো রঙে রঙ করা হয় এবং কাপড় তৈরি করা হয়।

এরপর কোরআনের আয়াত সূচিকর্মের জন্য বিশুদ্ধ সোনা ও রূপার সুতো তৈরি করা হয়।

কিসওয়া ৪৭টি খাঁটি রেশমি অংশ নিয়ে গঠিত। এতে ৬৮টি কোরআনের আয়াত ২৪ ক্যারেট স্বর্ণপ্রলেপযুক্ত সুতো দিয়ে সূচিকর্ম করা হয়েছে। গিলাফের মোট ওজন ১,৪১৫ কেজি।

তৈরির পর এই গিলাফ নির্ধারিত মোড়কে মুড়িয়ে বিশেষ ব্যবস্থাপনায় কমপ্লেক্স থেকে মসজিদুল হারামে পাঠানো হয়।


Related posts

সামনে যত চ্যালেঞ্জ

Chatgarsangbad.net

চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Saddam Hossain

চন্দনাইশে ৮ কেজি গাঁজাসহ মাদককারবারি ইমাম আটক

Saddam Hossain

Leave a Comment