আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৬শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ  “শীতার্ত মানুষ কষ্ট পাবেনা এখন, সবাই মিলে করবো শীত বস্ত্র বিতরণ” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সমাজিক সংগঠন ‘আলহাজ্ব আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা খোরশেদ আলম রেজভীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মামুন চৌধুরী, দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম জামাল উদ্দিন মেম্বার, মো. শাহ্ আলম মেম্বার, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ হোসেন মাম্মদ। আলোকিত দোহাজারী ম্যাগাজিন সম্পাদক মাওলানা আবদুল গফুর রব্বানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ মনচুর আলী ফয়সাল। আলোচনায় অংশ নেন সংগঠনটির উপদেষ্টা মনচফ আলী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরনবী, মাওলানা মোকতার হোসেন শিবলী, আমির হোসেন, মাষ্টার রূপক কান্তি ঘোষ, এমরান বেগ, ওসমান আলী ভুট্টো, আব্দুর রশিদ, ফরহাদুল ইসলাম, মুহিম বাদশা, আসিফুল ইসলাম খান, মঈনুল ইসলাম মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, মনজুর আলম প্রমূখ। পরে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিমধ্যে বাংলাদেশে শীতের প্রভাব পড়েছে এবং শীত প্রধান অঞ্চলগুলোর অসহায়, দুস্থঃ মানুষদের দুঃখ-দুর্দশা শুরু হয়ে গেছে। শীতার্ত এ সব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেননা এসব মানুষদের আয়ের বেশিরভাগই খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করে। এ অবস্থায় অনেকের পক্ষেই শীতবস্ত্র কেনা সম্ভব হয় না। তাই সমাজের সর্বস্তরের মানুষের কর্তব্য অসহায়দের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা। আলহাজ্ব আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংস্থা এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমাজের দুস্থঃ অসহায়রা উপকৃত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর