আজ ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

থিয়েটার ইন্সটিটিউটে ১২টি সংগঠনের যৌথ উদ্যোগে মে দিবস পালিত


অনলাইন ডেস্ক: মহান মে দিবসে (১ মে) বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে নানা অনুষ্ঠানমালায় মে দিবস পালিত হয়েছে চট্টগ্রামের ১২টি প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠনের যৌথ মোর্চা “সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ”।

জয়ধ্বনি জীবনের মুক্তির শপথের, জনতার শ্রমিকের বিশ্ব পতাকা” শিরোনামের ১৪তম বারের মতো আয়োজিত এ আয়োজনে বিকেল ৫টায় কথামালা পর্বে আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাট্যজন মুনীর হেলাল, সঙ্গীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, সংগীতশিল্পী দীপেন চৌধুরী, নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা, নাট্যজন মোস্তফা কামাল যাত্রা, আবৃত্তিশিল্পী ফারুক তাহের এবং সাংস্কৃতিক সংগঠক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ।

অনুষ্ঠানে দলীয় সংগীত, বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, নাট্যাংশ অভিনয়ে অংশ নেয় সমাজ সমীক্ষা সংঘ, তারুণ্যের উচ্ছ্বাস, দৃষ্টি চট্টগ্রাম, অরিন্দম নাট্য সম্প্রদায়, সংগীত ভবন, উত্তরাধিকার, নাট্যাধার, সংগীততীর্থ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, নজরুল সংগীত শিল্পী সংস্থা, প্রপন একাডেমি স্কুল অব ওরিয়েন্টাল ডান্স এবং আমন্ত্রিত সংগঠন আন্তর্জাতিক বিশ্বতান।

আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা,সহ-সভাপতি ফারহানা আফরোজ,সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক অনিক দাশ, সাংগঠনিক সম্পাদক নিভু সেন,সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা ভট্রাচার্য্য,আপ্যায়ন সম্পাদক পম্পি চৌধুরী,সহ- আপ্যায়ন সম্পাদক শুভদ্বীপ দাশ,দপ্তর সম্পাদক সাংবাদিক হৈমন্তী দাশ সদস্য শিল্পীরা রুনা বড়ুয়া,আলেয়া বড়ুয়া,বিশ্বজিৎ দাশ,তুষি পাল,পার্থ রায়,জ্যাতি শর্মা,অধরা চৌধুরী,অরুন্ধতী রায় চৌধুরী,আদি সাহা,রিমন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর