বাংলাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধঃ উপদেষ্টা ফরিদা আখতার


মোঃইনামুল হক, রংপুর প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট (প্রতিশ্রুতি) আছে। তাঁরা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন।

আজ শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ফরিদা আখতার। গঙ্গাচড়া কেএনবি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি এ গণসমাবেশের আয়োজন করে।

ফরিদা আখতার বলেন, এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা হলে নদী ও জলাশয়ে দেশি মাছের সরবরাহ বাড়বে। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখলে মানুষের মুখে হাসি ফুটবে।ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতি মানুষের জীবন–জীবিকাকে নষ্ট করে দিচ্ছে বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, তিস্তা নদীসহ জলাশয়গুলো মরে যাচ্ছে। জলাশয়গুলোকে বাঁচিয়ে রাখতে বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানান তিনি। গণসমাবেশ শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত প্রান্তিক খামারি ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন এবং তিস্তা নদী পরিদর্শন করেন।

এর আগে আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নীলফামারীর সৈয়দপুরের ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


Related posts

ব্যাংক এশিয়ার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি

Chatgarsangbad.net

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হওয়ার আভাস

Saddam Hossain

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Md Maruf

Leave a Comment