তারাবি’র নামায পড়ে মসজিদ থেকে বের হতেই রোহিঙ্গা হেডমাঝিকে কুপিয়ে হত্যা!


শ.ম.গফুর >>> উখিয়ার বালুখালী ক্যাম্প-২০ অভ্যন্তরে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে মো:নুর (২৫) নামের এক হেডমাঝিকে।সে ৪ মার্চ দিনগত রাত আনুমানিক ৯টার দিকে তার ব্লকের মসজিদে তারাবি’র নামায পড়ে মসজিদ থেকে বের হয়ে নিজের বসত ঘরের দিকে যাওয়ার পথেই নিজ ব্লকের রাস্তার উপর হত্যার শিকার হয়।সে ক্যাম্প-২০ এর এম/৩২ ব্লকের আশ্রিত রোহিঙ্গা আবু সৈয়দের ছেলে।আর এফসিএন নং-১৯৭২০৫।খবর পেয়ে ১৪ এপিবিএন’র ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন।আরসা’র সশস্ত্র সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অনেকেই ধারনা করছেন।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফ হোসেন জানান,লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করত: ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


Related posts

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইঁট ভাটায় প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা

Md Maruf

আলোচিত ঈদগাও-ঈদগড় সড়কে ডাকতি—-একজনকে অপহরণ

Md Maruf

কোটি টাকার সরকারি ভবন আছে রাস্তা নাই চরম  ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা

Md Maruf

Leave a Comment