ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর নামে হাইওয়ে পুলিশের এক এসআই (পরিদর্শক) নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম শেরপুর সদরের প্রতাপিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানিয়েছনে, শুক্রবার রাতে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ ছিল। এসময় জাহাঙ্গীর আলম যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছিলেন। বেপরোয়া গতির একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল আলম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হবে। গত এক বছর আগে তিনি এ থানায় যোগদান করেন।
Leave a Reply