ডিসেম্বর-মার্চের মধ্যে নির্বাচনের আভাস প্রধান উপদেষ্টার


অনলাইন ডেস্ক:

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ আভাস দেন।

প্রধান উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার যদি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়; তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারব। যদি সংস্কারে দীর্ঘ সময়ের লেগে যায় তবে আরো কিছু মাস প্রয়োজন হতে পারে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না, আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না।

ড. ইউনূস আরও বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কে নির্বাচনে অংশগ্রহণ করবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়। এখন যা ঘটছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়।

বাংলাদেশের বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে, হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, একটি দেশ যা বহু বছর ধরে চলমান।


Related posts

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

Chatgarsangbad.net

চসিকে জিপিএইচ ইস্পাতের সেমিনার

Chatgarsangbad.net

২০২৪ সালের ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ

Chatgarsangbad.net

Leave a Comment