আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জিয়া সাইবার ফোর্সের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা


ফজলুল করিম

রবিবার (২৭ অক্টোবর) জিয়া সাইবার ফোর্স ৯১ সদস্যের চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি ঘোষণা হয়েছে। জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহেদ আলী চৌধুরীর সার্বিক তত্বাবধানে, চট্টগ্রাম মহানগর বিএনপির নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এক কর্মী সম্মেলন আয়োজিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক  আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাবেক সহ সভাপতি হারুন জামান, শওকত আজম খাজা সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ প্রমুখ।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি, কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ, মহাসচিব শফিক আরমান,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও সহ যুগ্ন সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন আলোর (চট্টগ্রাম বিভাগ) স্বাক্ষরিত এবং অনুমোদিত ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

সভাপতি হিসাবে রিয়াদ খান,সিনিয়র সহ সভাপতি কাজী বাহাউদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক জুলফিকার আলী সোহেল। সাংগঠনিক সম্পাদক মো: জাবেদ সাফায়েত ছোবহান। সিনিয়র যুগ্ন সম্পাদক এ কে এম ওবাইদুর রহমান(এমন), যুগ্ন সম্পাদক মর্যাদায় প্রচার সম্পাদক নজরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক আবদুল কাদের সিয়াম সহ ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর