আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে ৭ নভেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইটস্হ বিপ্লব উদ্যানে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. খোরশেদুল আলম, সদস্য সচিব ইলিয়াস ফারুক, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, এম.নাছির উদ্দিন, এয়ার মোহাম্মদ আবু, নুর আলম কালু, রাসেল করিম, বন্দর থানা আহ্বায়ক মো.ফরহাদ হোসেন নাহিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো.দেলোয়ার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান, আমির হোসেন, মো. রিপন,বাকলিয়া থানার যুগ্ম আহ্বায়ক শাহজামাল রনি, মোহাম্মদ বাদশাসহ আরও উপস্থিত ছিলেন, চকবাজার, বাকলিয়া, বন্দর ও পাঁচলাইশ থানার নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক খোরশেদুল আলম বলেন,১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর