ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ইসমাইল হোসেন লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তবে তিনি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে থাকতেন। নগরীর জেলা পরিষদ মার্কেটের নীচে চা বিক্রি করতেন। তিনি চা বিক্রি শেষে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে এই হত্যাকাণ্ডের শিকার হন।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।

এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. করিম জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।


Related posts

ফিলিস্তিনী জনগণের উপর ইসরাইলী গণহত্যা ও সীমাহীন আগ্রাসনের বিরুদ্ধে আইআইইউসি উপাচার্যের বিবৃতি

Chatgarsangbad.net

আরেকটি হিট ওয়েভ আসতে পারে ১৫ মে থেকে

Chatgarsangbad.net

চট্টগ্রামে করোনা ভাইরাসে দ্বিতীয় মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment