আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দগাঁও’র সমাজ সেবক মোহাম্মদ হোসেনের ছোট ভাই হাসান বাচ্চুর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও জেয়াফত অনুষ্ঠিত


চান্দগাঁও থানার সাবানঘাটা মৌলভী বাড়ীর সমাজসেবক মোহাম্মদ হোসেনের ছোট ভাই সাবেক জাসদ নেতা আলহাজ্ব মোহাম্মদ হাসান বাচ্চুর গত ৩রা ফেব্রুয়ারী বাধ্যক্যজনিত কারনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মোহ্মমদ হাসান বাচ্চুর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন। তৎমধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আখতার উদ্দীন, শিল্পপতি এম.এইচ. চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ হারুনর রশিদ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র সেন, উত্তর জেলা জাসদ এর সভাপতি বানু রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী সৈয়দুল হক ও চট্টগ্রাম বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কার্যকরী সদস্য জি.এম ফয়সাল পারভেজ প্রমুখ।

উল্লেখ্য যে, মরহুমের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে এই উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি বুধবার দোয়া মাহফিল ও জেয়াফত অনুষ্ঠিত হয়। এতে শরীক হয়েছেন মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর