আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রি হেলথ ক্যাম্প

মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজে আগামিকাল ফ্রি হেলথ-ক্যাম্প


চাটগাঁর সংবাদ পত্রিকার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে সাতকানিয়ার মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামিকাল শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দেশের ২৩ জন বিশেষজ্ঞ ডাক্তার হেলথ ক্যাম্পটিতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, গত বুধবারের (১২ অক্টোবর) পর‌্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ সময় ছিলো। এরই মধ্যে ১ হাজারের অধিক রোগী রেজিস্ট্রেশন ফরম জমা দিয়েছেন।

ফ্রি হেলথ-ক্যাম্পটিতে গাইনি ও প্রসূতি, নবজাতক, শিশুরোগ, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, বাত-ব্যাথা, চর্ম ও যৌন, চোখ, দাঁত, নাক-কান-গলাসহ অন্যান্য রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন-চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ. এস. এম. মোস্তাক আহমেদ। ডাঃ নুরুল আমিন, অধ্যাপক ডাঃ মোঃ আব্বাস উদ্দিন, ডাঃ মোরশেদ আলী, ডাঃ মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী, ডাঃ মোহাম্মদ মঈনউদ্দিন চৌধুরী, ডাঃ আহামদ রহিম, ডাঃ মোহাম্মদ জুনাইদ চৌধুরী, ডাঃ সালমা আক্তার শিমু, ডাঃ খালেদ বিন হোসাইন (সাগর), ডাঃ বেগম তাহমিনা সুলতানা (লাবনী), ডাঃ এ. আর. রায়হান ছিদ্দিকী, ডাঃ মোহাম্মদ সৌমিম (শামীম), ডাঃ ফরহাদ কবির, ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, ডাঃ এনামুল হক, ডাঃ মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ, ডাঃ মোহাম্মদ সৌমিক সালমান, ডাঃ উম্মে তাসনিম রেজা, ডাঃ মুহাম্মদ জসীম উদ্দীন, ডাঃ শাহেদা আক্তার রোজী, ডাঃ মিনহাজুস সোয়ালেহীন সিদ্দিকী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর