আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চলমান অপারেশন ডেবিল হান্ট: বাঁশখালীতে নাশকতা মামলার ৪ আসামী গ্রেফতার


মোঃসরওয়ার আলম চৌধুরী বাঁশখালী প্রতিনিধি >>> উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার দিবাগত রাত (১৪ ফেব্রুয়ারী) দেড়টা থেকে তিনটা পর্যন্ত নাশকতা মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার হারুনর রশিদের পুত্র মো. রুবেল (৩৪), একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের রত্ননপুর এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র কোরবান আলী (৪২), ছনুয়া ইউনিয়নের খুদুকখালীর আবাখালী এলাকার মাহাবুবর রহমানের পুত্র মো. আব্দুল গফুর (৪৮) ও পুইছড়ী ইউনিয়নের পশ্চিম পুইছড়ী এলাকার কবির আহাম্মদের পুত্র নাজিম উদ্দীন ।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরোদ্ধে নাশকতার মামলা ও এক জনের এক বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর