আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চবির ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলবে


চবি প্রতিনিধি: করোনার প্রকোপ বাড়লেও এখন পর্যন্ত স্বাভাবিক নিয়মেই ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান গণমাধ্যমকে জানান, একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে অনলাইনেও ক্লাস নিতে পারবে বিভাগগুলো। এছাড়া সরকারের নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত আবাসিক হল ও শাটল ট্রেন স্বাভাবিক নিয়মেই চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর