চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ সমিতি-ঢাকার উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন 


চন্দনাইশ সংবাদদাতা:

চন্দনাইশের চরবরমা, বরমা, সেবন্দী, কেশুয়া ইত্যাদি গ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চন্দনাইশ সমিতি-ঢাকার সৌজন্যে সম্প্রতি ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপহার সামগ্রী বিতরণ তদারকি করেন সমিতির সভাপতি আলহাজ্ব আবু তাহের রাজু সিআইপি, সাধারণ সম্পাদক ব্যাংকার মোহাম্মদ আবদুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দার হায়াত বাহাদুর।

ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন সমিতির সমিতির সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল মান্নান, আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, উন্নয়নকর্মী মো. মাহমুদুল হক, কেশুয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আরমানুল ইসলাম, বরমা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য প্রমুখ। এ সময় চরবরমা, বরমা, কেশুয়া, সেবন্দী, মাইগাতা ইত্যাদি গ্রামের দুস্থ ও দুর্গতদের মাঝে চাল, ডাল, তৈল, আলু, পিঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমিতির কর্মকর্তারা বলেন, সেবাই মানবতার প্রধান কাজ। মানুষের কল্যাণে মানুষকে এগিয়ে আসতে হয়। সমৃদ্ধ জাতি গড়তে সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং একে অপরের সহযোগী হতে হবে। “চন্দনাইশ সমিতি-ঢাকা” রাজধানী ঢাকার প্রতিষ্ঠান হলেও চন্দনাইশের তৃণমূল পর্যায়ে তাদের সেবা পৌঁছে দেয়। বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগে এবং রমজান, পূজা-পার্বণে ত্রাণ বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্মরণিকা প্রকাশ, মিলনমেলার আয়োজন, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা ইত্যাদি সফলতার সাথে সম্পন্ন করে।


Related posts

পিআইবির আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

Chatgarsangbad.net

শাকপুরা মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করলো -উপজেলা প্রশাসন

Chatgarsangbad.net

ইপিজেডে এম.আর. আজিমের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment