মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ আরব আমিরাতে বসবাসকারী চন্দনাইশ বাসীর সামাজিক সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন চন্দনাইশ সমিতি ইউএই কার্যকরী পরিষদ গঠনকল্পে এক সভা গত ১৫ মার্চ সারজাহ একটি অডিটোরিয়ামে পরিষদের আহবায়ক লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বাংলার কমিউনিটির প্রিয়মূখ লায়ন নজরুল ইসলাম তালুকদার কে সভাপতি, জালাল চৌধুরী, আব্দুস সামাদ, আবু তাহের, কে.এম. আজমকে সহ- সভাপতি, কাজী মো. মিজানুর রহমান কে সাধারণ সম্পাদক, মামুন উদ্দিন বশির আহমদ কে সহ- সাধারণ সম্পাদক, মো. দেলোয়ার হোসেন কে সাংগঠনিক সম্পাদক, মোস্তফা চৌধুরী, কামাল জেইদ, রমজান, মামুন চৌধুরী কে সহ- সাংগঠনিক সম্পাদক, কামাল উদ্দিন কে অর্থ সম্পাদক। মাহবুব, মহরম আলীকে সহ- অর্থ সম্পাদক, মাসুদ রানা কে প্রচার ও দপ্তর সম্পাদক, রহীম রোস্তম আলী কে সহ- প্রচার ও দপ্তর সম্পাদক, আবু তাহের কে সাংস্কৃতিক সম্পাদক, পেয়ার মুহাম্মদ কে ক্রীড়া সম্পাদক, জাহাঙ্গীর আলম কে ধর্মীয় সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট (২০২২-২৩) সালের জন্য কার্যকরী পরিষদ গঠন করা হয়।
Leave a Reply