আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 চন্দনাইশ পৌরসভায় এলডিপি’

 চন্দনাইশ পৌরসভায় এলডিপি’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে চন্দনাইশ পৌরসভা এলডিপির আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য র্যালি চন্দনাইশ সদর থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার গাছবাড়িয়া খাঁনহাটে এসে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম. আইনুল কবিরের সভাপতিত্বে ও চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ আইয়ুব কুতুবী।

উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও পৌরসভার এলডিপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চন্দনাইশ প্রতিনিধি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর