চন্দনাইশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান এর যোগদান


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মো: নুরুজ্জামান। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: নুরুজ্জামান পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছিলেন। ইন্সপেক্টর মো: নুরুজ্জামান ২০১০ সালে ৩২তম ব্যাচ বাংলাদেশ পুলিশ বাহিনী (সাব- ইন্সপেক্টর) পদে যোগদান করেন। ২০২২ সালে ইন্সপেক্টর হিসেবে তিনি পদোন্নতি পান।

তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন সহ বিভিন্ন থানায় অত্যন্ত সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ইন্সপেক্টর মো: নুরুজ্জামান লক্ষীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে ৩ কন্যা সন্তানের জনক। তিনি নোয়াখালী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চন্দনাইশ থানার নবাগত ওসি মো: নুরুজ্জামান বলেন, আমি চন্দনাইশ থানায় নতুন যোগদান করেছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্।

তিনি মিশন বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।


Related posts

সাতকানিয়ায় অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর

Chatgarsangbad.net

ভাষা শহীদদের প্রতি চন্দনাইশ থানা পুলিশের শ্রদ্ধা নিবেদন

Chatgarsangbad.net

বোয়ালখালীতে দুই দোকানিকে জরিমানা

Chatgarsangbad.net

Leave a Comment