চন্দনাইশ উপজেলা বাংলাদেশ স্কাউট’স এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে সকাল থেকে শুরু হওয়া একটানা বিকেল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলা নির্বাহী কমিটির নির্বাচন ২০২৫ এর ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। ভোটে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।

মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪জন ভোটারের মধ্যে ১১৫ভোট কাস্ট হয়। ভোটের প্রাপ্ত ফলাফলে সম্পাদক পদে ফরহাদ হোসেন পেয়েছেন ৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্দ্রজিৎ চক্রবর্তী পেয়েছেন ২৭ ভোট ও দেবাশীষ আচার্য্য পেয়েছেন ১২ ভোট পেয়ে পরাজিত হন। স্কাউটে পদাধিকার বলে সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন ।

ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে ছফীর উল্লাহ্, কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ, কোষাধ্যক্ষ নাজিম উদ্দীন, যুগ্ম সম্পাদক সাফায়াত জেরীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণে নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কবির হোসেন। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমেদ আরিফ ও পোলিং হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস হিসাব সহকারী প্রশান্ত দাশ।


Related posts

দোহাজারী ব্লাড ব্যাংকের অর্ধযুগ পূর্তি উদযাপন

Chatgarsangbad.net

উপযুক্ত পরিবেশে নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর: আফম খালেদ হোসাইন

Chatgarsangbad.net

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দোহাজারী পৌরসভা এলডিপির চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান

Chatgarsangbad.net

Leave a Comment