চন্দনাইশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতকানিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী পেয়ারু ধরা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতকানিয়া থানাধীন চর খাগরিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৬শত১৮ পিস ইয়াবা ও ১শত২৬ গ্রাম গাজাসহ মোঃ পেয়ারু (৪০) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ী এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া চেয়ারম্যানপাড়া ৩নং ওয়ার্ডের নজি মিয়ার ছেলে।

সোমবার (১৮আগস্ট) রাত ১১টার দিকে চন্দনাইশ উপজেলার সাতকানিয়া থানাধীন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব নেতৃত্বে একদল সেনা সদস্য ও পুলিশ সদস্যসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটককৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬শত১৮ পিস ইয়াবা ও ১শত২৬ গ্রাম গাজাসহ মোঃ পেয়ারু (৪০) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা মাদকসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


Related posts

৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Chatgarsangbad.net

রাউজানে বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে পৌরসভা এলডিপির ইফতার মাহফিল সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment