আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ অফিসার্স ক্লাবে বিদায়ী শিক্ষা কর্মকর্তা জিন্নাহ সংবর্ধিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে স্বেচ্ছাঅবসরজনিত বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ইউএসইও) এস এম জিন্নাহর সম্মানে চন্দনাইশ অফিসার ক্লাবের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে, অফিসার্স ক্লাবের সেক্রেটারি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) কবির হোসেন, ইউপিআইও মোহাম্মদ আলমগীর, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, সোনালী ব্যাংক ম্যানেজার মো. নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি প্রমুখ। উল্লেখ্য, বিদায়ী এ কর্মকর্তা সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর