Hom Sliderচট্টগ্রাম

চন্দনাইশে ৭ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার গ্রেফতার


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. জামাল হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আটক জামাল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের খড়চাকা এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে। তিনি দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামানের নেতৃত্বে গত শনিবার (২১ মে) রাত সাড়ে ১০টায় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, শুটকীর কার্টুনের মধ্যে বিশেষ ভাবে বহন করে ইয়াবা ট্যাবলেট পাচারকালে উক্ত আসামিকে আটক করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Related posts

প্রতারিত হয়ে টাকা হারিয়েছেন সাংবাদিক কফিল

Mohammad Mustafa Kamal Nejami

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার

Chatgarsangbad.net

আর্টিভিজম অ্যাগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট: YDSB পক্ষ থেকে বিশেষ ওয়ার্কশপের আয়োজন

Md Maruf

Leave a Comment