আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে হালদার মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে সেমিনার সম্পন্ন


স্টাফ রিপোর্টার: হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের (Stakeholder) উদ্বুদ্ধকরণ সেমিনার ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকালে চন্দনাইশে অনুষ্ঠিত হয়।

মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)এর অর্থায়নে এবং চন্দনাইশ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র চন্দ। সঞ্চালনা করেন চন্দনাইশের উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।

বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ সালেহ উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, থানা পুলিশের সাব ইন্সপেক্টর রাকিব হাসান, চন্দনাইশের পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, দোহাজারীর পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, মাদরাসা সুপার মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের, প্রাবন্ধিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক নুরুল আলম বিএসসি, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আমিনুল ইসলাম রুবেল, আবু তোরাব চৌধুরী, বরকল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য্য, সাতবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকতুল ইসলাম, জোয়ারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমা বেগম, বরমা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিঠুন দাশ, মৎস্যজীবিদের মধ্যে পরীক্ষিত জলদাশ, মো. হানিফ, মো. শাহজাহান, নজরুল ইসলাম, সাহাল জলদাশ, সন্তোষ জলদাশ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর