আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সাতবাড়িয়ায় সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিন আটক


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও নগদ অর্থসহ জুবায়ের আরেফিন (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রবিবার (২৫ মে) ভোররাত ৪ টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ড মুহুরিহাটস্থ নগর পাড়া এলাকায় চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব নেতৃত্বে একদল সেনা সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার থেকে ১টি দেশীয় পিস্তল, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল ও নগদ ১ হাজার ২৩১ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা হলো, চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগর পাড়া এলাকার মোঃ জাফরের ছেলে জুবায়ের আরেফিন।

চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটক আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার তথ্য রয়েছে আমাদের কাছে। জব্দ করা মালামালসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর