আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহর বিদায় সংবর্ধনা


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহর স্বেচ্ছায় অবসরজনিত বিদায়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউআইটিআরসি-তে সম্প্রতি এক বিদায় সংবর্ধনার সভার আয়োজন করা হয়।

এতে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন বিদায়ী অফিসার এস এম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ভারপ্রাপ্ত ইউএসইও বিপিন চন্দ্র রায়। এতে সভাপতিত্ব প্রধান শিক্ষক ফোরামের সভাপতি ও জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া।

বক্তব্য রাখেন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বডুয়া, ধোপাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান আলী, ফতেনগর শরীফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, পূর্ব সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, হাছানদণ্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাতবাডিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন বড়ুয়া, চামুদারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক দীপক বিশ্বাস, মাওলানা মোজাহেরুল কাদের প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর