চন্দনাইশে রেলওয়ে মাঠ ইজারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টা ব্যাপী উপজেলার দোহাজারী পৌরসভাস্থ বৃহত্তর দোহাজারী বাসীর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দোহাজারী পৌর সদরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বি.এন.পি, এলডিপি, জামায়েত ইসলামী, আহলে সুন্নাত, ইসলামিক ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ইজারা বাতিলের দাবীর ব্যানারে অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, রাশিয়ার ফিল্ড খ্যাত উমুক্ত রেলওয়ে মাঠ একটি কুচক্রী মহল ইজারা দেওয়ার জন্য পাঁয়তারা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ আগমী ১২অক্টোবর টেন্ডার প্রদানের তারিখ ও ঘোষনা করে ইতি মধ্যে টেন্ডার ফরম বিক্রি শুরু করেছেন। বক্তাগণ রেলওয়ে মাঠের উপর হস্তক্ষেপ না করে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন- দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নাছির উদ্দীন বাবলু। সাংবাদিক জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য চন্দনাইশ উপজেলার এলডিপির সাংগঠনিক সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এল.ডিপির সভাপতি লেয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন, সাধারাণ সম্পাদক জামাল উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর জমির আদনান, ইসলামিক ফ্রন্টের সভাপতি ডাক্তার মোঃ কলিম, বি.এন.পি নেতা শাহ্জাহান, ব্যবসায়ী সমিতির সম্পাদক নাজিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মহিম বাদশা, আনোয়ার হোসেন প্রমুখ।


Related posts

সিডিএর নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ

Chatgarsangbad.net

চট্টগ্রামে বিকেলে হতে পারে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি

Mohammad Mustafa Kamal Nejami

ফ্রান্স প্রবাসীর উপহার পেয়ে উচ্ছাসিত কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Chatgarsangbad.net

Leave a Comment