আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে রাস্তা পার হতে গিয়ে পথচারীর মৃত্যু


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ঈগল বাসের ধাক্কায় মোহাম্মদ রফিক কোম্পানি (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর (নগরপাড়া) হযরত হাছান শাহ (রহঃ) এর মাজারের দক্ষিণ পার্শ্বে মজিদিয়া শাহী কবরস্থানের সামনে রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক কোম্পানি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর (নগরপাড়া) বায়তুল মাল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ রফিক কোম্পানি রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী
ঈগল বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান বলে জানা যায়।

এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। দুর্ঘটনার ঘটনাস্থলে আমরা যাচ্ছি। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর